স্টাফ রিপোর্টার:
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ওসমানীনগরের বড় হাজীপুর গ্রামের হাবিবুর রহমানের (বানা মিয়া) ছেলে মো. খলিল মিয়া ও ব্রাহ্মণগ্রামের বাবলু মিয়ার ছেলে মো. তুষার মিয়া।
পুলিশ জানায়, শনিবার দুপুরে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম হাইস্কুলের পাশে ইসলাম ব্রাদার্সের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করাকালে একটি ট্রাক আটক করে এতে তল্লাসী চালায়। এসময় ২শ ৬০ বস্তায় ১৫ লাখ ২৮ হাজার ৮শ টাকা মূল্যের ১২ হাজার ৭শ ৪০ কেজি ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করে। এসএমপির ফেসবুক পেইজের এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com