প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিক্ষার প্রকল্পে কমিশন ছাড়া বুঝতেন না নাহিদ

editor
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ণ
শিক্ষার প্রকল্পে কমিশন ছাড়া বুঝতেন না নাহিদ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
শিক্ষাবিষয়ক বিভিন্ন প্রকল্পে টাকার বিনিময়ে পছন্দের ঠিকাদারদের কাজ দিতেন বিতর্কিত সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষার বিভিন্ন প্রকল্পে ঠিকাদারদের কাছ থেকে তিনি নিতেন নির্দিষ্ট হারে কমিশন।

সাবেক এই মন্ত্রীর এমন দুর্নীতির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিবিরোধী সংস্থাটির গোয়েন্দা ইউনিট এরইমধ্যে নাহিদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদের গোপন তথ্য সংগ্রহ করেছে।

Manual3 Ad Code

গত ২২ অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদনের পর সেই আলোকে কমিশন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে দুদকের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

দুদকের গোপন অনুসন্ধানে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঢাকা ও সিলেটে জমি, বাড়ি, ব্যবসা ও ব্যাংকের সঞ্চয়পত্রে মোটা অংকের বিনিয়োগের তথ্য মিলেছে।

Manual4 Ad Code

দুদকে সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ বিভিন্ন শিক্ষা প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে নির্দিষ্ট হারে কমিশন নিতেন। তিনি নিজ নামে ঢাকার উত্তরায় ফ্ল্যাটসহ পাঁচ কাঠা জমি, নিকুঞ্জ এলাকায় তিন কাঠা জমি করেছেন। এছাড়া একক ও যৌথ মালিকানায় সিলেটের বিয়ানীবাজারে অকৃষিজমি রয়েছে।

Manual7 Ad Code

এছাড়া নাহিদের নিজ নামে বিভিন্ন ব্যাংকে টাকা জমা ও অন্যান্য ব্যবসায় বিনিয়োগ রয়েছে। নিজ নামে ও স্ত্রীর নামে সঞ্চয়পত্রে মোটা অঙ্কের টাকাও রয়েছে। একটি দামি গাড়িও (ঢাকা মেট্রো-ঘ-১৮-৪৪০০) রয়েছে সাবেক এ মন্ত্রীর।

Manual1 Ad Code

নাহিদের যুক্তরাজ্যপ্রবাসী ভাই ডা. নজরুল ইসলাম এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী বন্ধু কামাল আহমেদের মাধ্যমে বিপুল অর্থ পাচার করার তথ্যও পেয়েছে দুদক। এছাড়া নাহিদ নিজ নামে, স্ত্রী ও অন্যান্য স্বজনের নামে স্থাবর-অস্থাবর বিপুল সম্পদ অর্জন করেছেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code