স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর সুবিদবাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী হোসেন আলম (৩৫)-কে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
রোববার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সুবিদবাজারস্থ বনকলাপাড়ার একটি বাসা থেকে স্থানীয় ছাত্র-জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে এয়ারপোর্ট থানাপুলিশের হাতে তুলে দেয়া হয়।
এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, আলী হোসেন আলম জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলায় জড়িত থাকার অনেক প্রমাণ রয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। তাকে বর্তমানে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com