প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটসহ ১২ সিটিতে ভোটের চিন্তা সরকারের

editor
প্রকাশিত জুন ২৫, ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ণ
সিলেটসহ ১২ সিটিতে ভোটের চিন্তা সরকারের

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটসহ দেশের ১২টি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করছে সরকার। জাতীয় নির্বাচনের আগেই নাগরিক সেবা সচল করার লক্ষ্যেই এমন চিন্তাভাবনা তাদের। তাছাড়া এর মধ্যদিয়ে একটি ট্রায়াল রানের সুযোগও হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিগগির সরকারের পক্ষ থেকে সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের ঘোষণা আসতে পারে। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচণ্ড মতবিরোধ রয়েছে।

Manual3 Ad Code

গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর সিলেটসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করা হয়। ১৯ আগস্ট ঢাকাসহ সব সিটি মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

Manual6 Ad Code

সিলেট সিটি করপোশেনের সর্বশেষ নির্বাচন অনুষ্টিত হয় ২০২৩ সালের ২১ জুন। তবে বর্তমানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় দেশের অন্যান্য সিটির নাগরিকদের মতো সিলেট সিটি করপোরেশনের নাগরিকদেরও সেবা পেতে নানা ঝুট ঝামেলা পোহাতে হচ্ছে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বা সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে কমিশন। তবে সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিলে ইসি তা বাস্তবায়ন করবে।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন কতটুকু হবে এবং কোন কোন প্রতিষ্ঠানের হবে, সে সিদ্ধান্তও নেবে সরকার। এখানে ইসি অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code