স্টাফ রিপোর্টার:
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন উজায়ের আল মাহমুদ আদনান আর শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন মো. আসিব ইকবাল। তারা দুই জনেই কোম্পানীগঞ্জ থানায় কর্মরত। ২৩ জুলাই রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
এসময় তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান।
মে মাসের কর্ম মূল্যায়ন অনুসারে মামলা নিষ্পত্তি মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার সহ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরষ্কৃত করা হয় কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানকে। এবং মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলসহ মাদক উদ্ধার এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদান রাখায় শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করা হয় কোম্পানীগঞ্জ থানার এসআই মো. আসিব ইকবালকে।
অনুভূতি প্রকাশ করে তারা জানান, এমন পুরষ্কারের জন্য মনোনীত করায় সিনিয়র স্যারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কাজের মল্যান পেলে অবশ্যই ভালো লাগে। পুরষ্কার পেয়ে অনেক আনন্দিত। তাছাড়া এই পুরষ্কার কাজ করতে আগ্রহ প্রদান করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com