স্টাফ রিপোর্টার:
সিলেট অনৈতিক কাজের অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) নগরীর মিরাবাজারের আবাসিক হোটেল জাহানে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। জানা যায়, দুপুর পৌণে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
এ সময় অনৈতিক কাজের অভিযোগে হুমায়ুন রশিদ (৩২), দেবেশ রঞ্জন চৌধুরী (৪৫) ও সাগরিকা বেগম (২৭)।
এদের মধ্যে দেবেশ রঞ্জন চৌধুরী হোটেলের ম্যানেজার ছিলেন।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি নন এফআইআর মামলা দায়ের করা হয়েছে।
তাদের তিনজনকেই আদালতে সপোর্দ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com