নিউজ ডেস্ক:
সিলেট সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৩৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮২২ জন এবং অন্যান্য ঘটনায় ৫৩১ জন রয়েছে। গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে দেশীয় রিভলবার একটি, দেশীয় একনলা বন্দুক ২টি, কার্তুজ ৪ রাউন্ড, দেশীয় এলজি একটি, বার্মিজ চাকু একটি, চায়নিজ কুড়াল একটি ও হ্যান্ডকাফ একটি উদ্ধার করা হয়। পুলিশের বিশেষ এ অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন।
এদিকে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত শনিবার ও গতকাল রোববার থানা পুলিশের পাশাপাশি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।
পুলিশ বলছে, গ্রেফতাররা সংঘবদ্ধ হয়ে দেশকে অস্থিতিশীল করা, ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালিয়ে আসছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com