প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এয়ারপোর্টে হামলা, নারী- শি শুসহ হাসপাতালে ১৫

editor
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
এয়ারপোর্টে হামলা, নারী- শি শুসহ হাসপাতালে ১৫

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে গভীর রাতে হামলা লুটপাটের ঘটনা ঘঠেছে। এ ঘটনায় নারী শিশুসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।এ ব্যাপারে হামলার শিকার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানার সিদাইরপুল গ্রামে।

Manual2 Ad Code

জানা গেছে, বাড়ির রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির জের ধরে সিদাইরপুল গ্রামের ইলিয়াস মিয়া ও সুজন মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ইলিয়াস মিয়ার বাড়িতে সুজন মিয়ার নেতৃত্বে প্রায় ২০০ মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
এসময় তারা ৮টি গরু, নগদ আড়াই লক্ষ টাকা, দুই ভরি সোনা ও ৪টি মোবাইল ফোন লুট করে বলে গণমাধ্যম কর্মীদের জানান ইলিয়াস মিয়া ও তার স্বজনরা।

Manual7 Ad Code

আহতরা হলেন সিদাইরপুল গ্রামের মৃত আব্দু সোবহানের ছেলে ইলিয়াস মিয়া (৪০), কয়েস মিয়া (৩৫), আল-আমীন ,লায়েক মিয়া (২২), রুমন আহমদ (১০), মায়ারুন নেছা (৬০), সেলি বেগম (২৯), ইয়ারুন বেগম (৩২), রায়না বেগম (৩৮), সুফিয়া বেগম (২৫), রিপা বেগম (২০), মনসুর আহমদ (২২), শিপা বেগম (১৬), সজীব আহমদ (৮), লিজা বেগম (১৩)।

Manual2 Ad Code

তাদের সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

এয়ারপোর্ট থানার ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেন নি। ডিউটি অফিসার মিশকাত জানিয়েছেন, শনিবার বিকাল সোয়া ৫টা পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code