প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

র‍‍্যাবের হাতে সিসিকের সাবেক কাউন্সিলরসহ তিনজন ধরা

editor
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ণ
র‍‍্যাবের হাতে সিসিকের সাবেক কাউন্সিলরসহ তিনজন ধরা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪২ নং ওয়াডের্র সাবেক কাউন্সিলর মো. মতিউর রহমান (৫০)-সহ তিনজনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। বাকি দুজন হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি হত্যা মামলার পলাতক আসামি। বুধবার (১৩ নভেম্বর) বিকালে ও রাত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- সিসিকের ৪২ নং ওয়াডের্র সাবেক কাউন্সিলর মো. মতিউর রহমানকে বুধবার রাত ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনে নাশকতা সৃষ্টির মামলা (সিলেট কোতয়ালি থানার এফআইআর নং-৩৪/৪৭৩) রয়েছে।

Manual8 Ad Code

মতিউর শ্রীরামপুর এলাকার মৃত নশিদ আলীর ছেলে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‍‍্যাব-৯।

অপরদিকে, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে রায়হান হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে উপজেলার ইছগাঁও থেকে গ্রেফতার করে র‍‍্যাব-৯।

Manual8 Ad Code

গ্রেফতারকৃত দুজন হলেন- জগন্নাথপুরের বাউধরন গ্রামের সুহেল মিয়ার ছেলে শাওন মিয়া (১৯) ও একই গ্রামের কয়ছব আলীর ছেলে শহিদ মিয়া (২১)।

র‍‍্যাব জানায়, পূর্ব বিরোধের জের ধরে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাউধরন গ্রামের শাওন মিয়ার বাড়ির সামনে তিনি ও তার সহযোগিরা একজনকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহতকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তার অবস্থার অবনতি হলে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual4 Ad Code

গ্রেফতারের পর দুজনকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করেছে র‍‍্যাব। এ মামলার বাকি পলাতক আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code