প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট নগরীতে রিকশার প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রকাশ

editor
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ণ
সিলেট নগরীতে রিকশার প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রকাশ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশ এবার প্যাডেল চালিত রিকশা ভাড়া নির্ধারণ করে দিয়েছে। নগরবাসীর স্বস্তির জন্য প্য্যাডেল চালিত রিকশা ভাড়া নির্ধারণ করার আগে ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) প্যাডেল চালিত রিকশার প্রস্তাবিত ভাড়া নির্ধারণের তালিকা প্রকাশ করে মহানগর পুলিশ।

Manual5 Ad Code

প্রস্তাবিত ভাড়ার তালিকা হচ্ছে- নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে লামাবাজার, মিরাবাজার, আম্বরখানা,ভাতালিয়া পর্যন্ত ৩০ টাকা। এছাড়া সুবিদবাজার, পাঠানটুলা, শেখঘাট ও শাহী ঈদগাহ পর্যন্ত ৪০ টাকা। শিবগঞ্জ ও ওসমানী মেডিক্যাল পর্যন্ত ৫০ টাকা ও বালুচর, টিলাগড়, বাগবাড়ি, চৌকিদেখি, পাঠানটুলা, মদিনা মার্কেট পর্যন্ত ৬০ টাকা। শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড়, খরাদিপাড়া, সেনপাড়া পর্যন্ত ২০ টাকা।

Manual2 Ad Code

এছাড়া নতুন ব্রীজ পর্যন্ত ৩০ টাকা। এছাড়া বালুচর, ঈদগাহ, আম্বরখানা পর্যন্ত ৩০, ৫০ ও ৬০ টাকা। লামাবাজার ও শেখঘাট পর্যন্ত ৬০ টাকা ও পাঠানটুলা, মদিনা মার্কেট, ওসমানী মেডিক্যাল, হুমায়ুন রশীদ চত্বর, শেখঘাট, সুবিদবাজার ৭০ টাকা এবং বাস টার্মিনাল ৮০ টাকা। দক্ষিণ সুরমা ক্বীন ব্রীজ থেকে রেলগেট ২০ টাকা, হুমায়ুন রশীদ চত্বর, লাউয়াই ৩০ টাকা। শিববাড়ি, বরইনকান্দি, গোটাটিকর ৪০ ও ৫০ টাকা, আলমপুর, মকন দোকান ৫০ ও ৭০ টাকা।

আম্বরখানা পয়েন্ট থেকে সুবিদবাজার, ঈদগাহ, কাজীটুলা ২০ টাকা। মদিনা মার্কেট, চৌকিদেখি, পাঠানটুলা ৩০ টাকা, লাক্কাতুরা, মীরাবাজার, শিবগঞ্জ, নয়াসড়ক ৬০ টাকা, টিলাগড়, উপশহর এবিসি পয়েন্ট,নতুন ব্রীজ ৬০ টাকা।

Manual1 Ad Code

কোর্ট পয়েন্ট থেকে টিলাগড় ৬০ টাকা, শিবগঞ্জ-নতুন ব্রীজ ৪০ টাকা। মিরাবাজার- যতরপুর-৩০ টাকা। উপশহর এ,বি,সি,ডি,ই,এফ,জি,এইচ, আই, জে, কে পর্যন্ত ৫০ টাকা। নতুন ব্রীজ থেকে দক্ষিণ সুরমা টার্মিনাল ৭০ টাকা।

Manual3 Ad Code

এছাড়া কোর্ট পয়েন্ট থেকে নতুন ব্রীজ হয়ে রেল স্টেশন, গোপশহর মকন দোকান, গোয়াবাড়ি, আখালিয়া বিডিআর গেইট, ভাঙ্গাটিকর, টুলটিকর, মিরাপাড়া ৮০টাকা। ঝেরঝেরিপাড়া, শিবগঞ্জ সোনারপাড়া, ইলেকট্রিক সাপ্লাই, উত্তর কাজিটুলা, গোয়াইটুলা, আম্বরখানা, মাছিমপুর, দর্শন দেউড়ি, সুবিদবাজার, ভাতালিয়া, ওসমানী মেডিক্যাল, কুমারপাড়া (ঝর্ণারপার) ৪০ টাকা। দর্জিবন্দ, শাহী ঈদগাহ, লেচুবাগান, হাউজিং এস্টেট, লন্ডনি রোড-পাঠানটুলা, বাগবাড়ি, বর্ণমালা পয়েন্ট, এতিম স্কুল, নবাব রোড (শেখঘাট পীচের মুখ, কলাপাড়া ডহর), ঘাসিটুলা বেতের বাজার, আম্বরখানা, কলবাখানি, মেন্দিবাগ, সাদাটিকর ৫০ টাকা। নতুন ব্রীজ হয়ে কদমতলি, লাউয়াই, বিসিক শিল্প নগরী,বরইকান্দি, চৌকিদেখি, লাক্কাতুরা, শাপলাবাগ ৭০ টাকা।, জল্লারপাড়া, তোপখানা ২০ টাকা। কাজীটুলা, রাজারগলি, দরগাহ মাজার গেইট, মীরের ময়দান, শেখঘাট, দাড়িয়াপাড়া, পশ্চিম কাজির বাজার, মীরের ময়দান, রিকাবিবাজার, ছড়ারপাড়, কুমারপাড়া পয়েন্ট, মিরাবাজার, সোবহানিঘাট, চালিবন্দর ৩০ টাকা। শাবি গেইট ৯০ টাকা। কাজিটুলা, রাজারগলি, শাহজালাল দরগাহ গেইট, মিরের ময়দান, শেখঘাট, রিকাবিবাজার, দাড়িয়াপাড়া, পশ্চিম কাজিরবাজার, মির্জাজাঙ্গাল,ছড়ারপাড়, কুমারপাড়া পয়েন্ট, মিরাবাজার আগপাড়া, সোবহানিঘাট,চালিবন্দর ৩০ টাকা। কুমারগাও বাস টার্মিনাল ১০০ টাকা, খোজাখলা, সরকারি কলেজ ছাত্রাবাস,বাদম বাগিচা, মদিনা মার্কেট, কানিশাইল খেয়াঘাট, পীর মহল্লা, কুশিঘাট ৬০ টাকা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code