প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে রিকশা কোথায় কত : সর্বনিম্ন ২০, সর্বোচ্চ ১০০ টাকা

editor
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ণ
সিলেটে রিকশা কোথায় কত : সর্বনিম্ন ২০, সর্বোচ্চ ১০০ টাকা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর এলাকায় প্যাডেলচালিত রিকশার ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। প্রস্তাবিত নতুন ভাড়ার তালিকা অনুযায়ী নগরীতে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা। সোমবার (৩ নভেম্বর) এসএমপি সদর দপ্তর থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিলেট শহরের বিভিন্ন পয়েন্ট থেকে যাতায়াতের জন্য নতুন করে প্রস্তাবিত রিকশা ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে, যা ২০২৭ সাল পর্যন্ত বলবৎ থাকবে।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভাড়ার তালিকা প্রণয়নের সময় নগরীর রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, চাকরিজীবী, ছাত্র-ছাত্রী এবং প্যাডেল রিকশা সমিতির মতামত নেওয়া হয়েছে। সাধারণ নাগরিকদের কাছ থেকেও মতামত আহ্বান করা হয়েছে— ই-মেইলে pcsmp@police.gov.bd ঠিকানায়, মোবাইলে ০১৩২০-০৬৯৯৯৮ নম্বরে অথবা ‘Sylhet Metropolitan Police – SMP’ ফেসবুক পেজে মতামত পাঠানো যাবে।

প্রস্তাবিত ভাড়া তালিকা :
জিন্দাবাজার পয়েন্ট থেকে লামাবাজার, মিরাবাজার, আম্বরখানা, ভাতালিয়া পর্যন্ত ৩০ টাকা, সুবিদবাজার, পাঠানটুলা, ঈদগাহ, শেখঘাট পর্যন্ত ৪০ টাকা, শিবগঞ্জ, ওসমানী মেডিকেল পর্যন্ত ৫০ টাকা, বালুচর, টিলাগড়, বাগবাড়ি, চৌকিদেখি, পাঠানটুলা, মদিনামার্কেট ৬০ টাকা।

Manual1 Ad Code

কোর্ট পয়েন্ট থেকে টিলাগড় পর্যন্ত ৬০ টাকা, শিবগঞ্জ, নতুন ব্রিজ ৪০ টাকা, মিরাবাজার, যতরপুর ৩০ টাকা, উপশহর (A/B/C/D/E/F/G/H/I/J/K Block) ৫০ টাকা, নতুন ব্রিজ হয়ে দক্ষিণ সুরমা বাস টার্মিনাল ৭০ টাকা, নতুন ব্রিজ হয়ে রেল স্টেশন, গোপশহর মকন দোকান, গোয়াবাড়ি, আখালিয়া বিডিআর ক্যাম্প গেইট, ভাঙ্গাটিকর, টুলটিকর, মিরাপাড়া ৮০ টাকা, ঝেরঝেরি পাড়া, শিবগঞ্জ সোনাপাড়া, ইলেকট্রিক সাপ্লাই, উত্তর কাজীটুলা, গোয়াইটুলা, আম্বরখানা, মাহিমপুর, দর্শন দেউরী, সুবিদবাজার, ভাতালিয়া, ওসমানী মেডিকেল, কুমারপাড়া (ঝর্ণারপাড়) ৫০ টাকা, দর্জিবন্দ, শাহী ঈদগাহ, লেচু বাগান, হাউজিং এস্টেট, লন্ডনী রোড ও পাঠানটুলা, বাগবাড়ি, বর্ণমালা পয়েন্ট, এতিম স্কুল, নবাব রোড (শেখঘাট পিচের মুখ, কলাপাড়া ডহর), ঘাসিটুলা বেতের বাজার, আম্বরখানা. কলবাখানী, মেন্দিবাগ, সাদাটিকর ৫০ টাকা, জল্লারপাড়, তোপখানা ২০ টাকা, নতুন ব্রিজ হয়ে কদমতলী, লাউয়াই, বিসিক শিল্প নগরী, বরইকান্দি, চৌকিদেখি, লাক্কাতুরা, শাপলাবাগ ৭০ টাকা, কাজীটুলা, রাজারগলি, শাহজালাল দরগাহ গেইট, মিরের ময়দান, শেখঘাট, রিকাবীবাজার, দাড়িয়াপাড়া, মির্জাজাঙ্গাল, পশ্চিম কাজির বাজার, ছড়ারপার, কুমারপাড়া পয়েন্ট, মিরাবাজার আগপাড়া, সোবহানীঘাট, চালিবন্দর ৩০ টাকা, শাবি ক্যাম্পাস গেইট ৯০ টাকা, কুমারগাঁও বাস টার্মিনাল ১০০ টাকা, খোজারখোলা, সরকারি কলেজ ছাত্রাবাস, বালুচর, বাদাম বাগিচা, মদিনা মার্কেট, কানিশাইল খেয়াঘাট, পীর মহল্লা কুশিঘাট ৬০ টাকা।

আম্বরখানা পয়েন্ট থেকে সুবিদবাজার, ঈদগাহ, কাজীটুলা ২০ টাকা, মদিনা মার্কেট, পাঠানটুলা, চৌকিদেখি ৩০ টাকা, লাক্কাতুরা, মিরাবাজার, নয়াসড়ক ৪০ টাকা, শিবগঞ্জ ৬০ টাকা, টিলাগড়, উপশহর (এবিসি পয়েন্ট), নতুন ব্রিজ ৬০ টাকা।

Manual3 Ad Code

শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড়, সেনপাড়া, খরাদিপাড়া ২০ টাকা, নতুন ব্রিজ, বালুচর ৩০ টাকা, ঈদগাহ ৫০ টাকা, আম্বরখানা, লামাবাজার, শেখঘাট ৬০ টাকা, পাঠানটুলা, মদিনা মার্কেট, ওসমানী মেডিকেল, হুমায়ুন রশীদ চত্বর, শেখঘাট, সুবিদবাজার ৭০ টাকা এবং বাস টার্মিনাল ৮০ টাকা।

দক্ষিণ সুরমা ক্বীন ব্রিজ থেকে রেলগেইট পর্যন্ত ২০ টাকা, হুমায়ুন চত্বর, টেকনিক্যাল, লাউয়াই ৩০ টাকা, শিববাড়ি, গোটাটিকর ৪০ টাকা, বরইকান্দি, আলমপুর ৫০ টাকা, মকন দোকান ৭০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত রুটের বাইরে যাতায়াতের ক্ষেত্রে প্রতি ১০০ গজের জন্য অতিরিক্ত ১০ টাকা ভাড়া প্রযোজ্য হবে। তবে নির্ধারিত রুটে উল্লেখিত নয় এমন নিকটবর্তী গন্তব্যে যাত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ ১০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে।

Manual4 Ad Code

এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) জানান, “সিলেট নগরবাসীর মতামত নিয়ে আলোচনার মাধ্যমে প্রস্তাবিত ভাড়ার তালিকা চূড়ান্ত করা হবে। নগরীতে রিকশা ভাড়া নির্ধারণের মাধ্যমে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code