স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জে একজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি তার কাছ থেকে মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির নাম কালা মিয়া (৪৪)। তিনি পাড়ুয়া মাঝপাড়া গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে।
রবিবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার পাড়ুয়া মাঝপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাড়ুয়া মাঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় কালা মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৯ বোতল ভারতীয় মদ এবং ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com