প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোবহানীঘাট কাঁচা বাজারে হানা দিয়ে যা পেলো ডিবি

editor
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ণ
সোবহানীঘাট কাঁচা বাজারে হানা দিয়ে যা পেলো ডিবি

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও একটি ডিআই পিকআপ ভ্যান আটক করা হয়েছে।

Manual8 Ad Code

ডিবি পুলিশ জানায়, সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে কোতোয়ালী মডেল থানার সোবহানীঘাট কাঁচা বাজার এলাকার পেঁয়াজ পট্টিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যবসায়ী পালিয়ে যান। পরে মেসার্স মুন বানিজ্যালয় ও জয়গুরু বানিজ্যালয় নামে দুটি দোকানে তল্লাশি চালিয়ে ৭ হাজার ১৫৫ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। এসব পেঁয়াজের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা বলে জানিয়েছে পুলিশ।

Manual6 Ad Code

অভিযানে একটি ডিআই পিকআপ ভ্যানও আটক করা হয়, যার নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ন-২০-৮৮৬৩।

Manual8 Ad Code

এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় চারজন নামীয় ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্তে অভিযান চলছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code