প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিবেরবাজার থেকে পুলিশ ধরলো ৪জনকে, পাওয়া গেল যা

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ণ
শিবেরবাজার থেকে পুলিশ ধরলো ৪জনকে, পাওয়া গেল যা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার অভিযানে ৯০০ কেজি ভারতীয় অবৈধ পেঁয়াজসহ দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা ও চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল আনুমানিক সোয়া ৪টার দিকে শিবেরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।

Manual8 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ কুতুব উদ্দিন (৫০), মোহাম্মদ আলী (৪০), ময়না মিয়া (৪০), নাছির উদ্দিন (৪০)।

Manual2 Ad Code

পুলিশ জানায়, শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের শিবেরবাজারে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালান। এসময় তারা ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করেন যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ হাজার টাকা। অভিযানে দুইটি রেজিস্ট্রেশনবিহীন সবুজ রঙের সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে পুলিশ জানায়।

Manual4 Ad Code

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে ভারতীয় পেঁয়াজ দেশে আনার চেষ্টা করছিলেন তারা। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা নং-০৯, তারিখ ১১/১১/২০২৫ খ্রিঃ, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি(১)(খ)/২৫ডি ধারায় রুজু করা হয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হবে।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code