প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যে কারণে পিছিয়ে গেল শাকসু নির্বাচন

editor
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ণ
যে কারণে পিছিয়ে গেল শাকসু নির্বাচন

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের পূর্বঘোষিত তারিখ ১৭ ডিসেম্বর বাতিল করে আগামী ২০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন ভবন-১ এর চতুর্থ তলার সম্মেলন কক্ষে শাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং নির্বাচন কমিশনারদের সঙ্গে প্রশাসনের এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সভায় উপস্থিত সকলের সর্বসম্মত মতামত ও সুপারিশের ভিত্তিতে আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম বলেন, শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরেই জানিয়ে আসছিল যে ১৭ ডিসেম্বর সাধারণ শিক্ষার্থীদের বড় একটি অংশ উপস্থিত থাকবে না। ভোটারবিহীন শাকসু নির্বাচন, বিশেষ করে ২৮ বছর পর এমন একটি নির্বাচন, গ্রহণযোগ্য হবে না। এই বিবেচনায় আমরা আলোচনায় বসি। সকল পক্ষের মতামতের ভিত্তিতে ২০ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code