প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে র‌্যাবের অ ভি যা নে শিপু গ্রেফতার

editor
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ
সিলেটে র‌্যাবের অ ভি যা নে শিপু গ্রেফতার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে এসএ পরিবহনের কাভার্ড ভ্যানে পার্সেল ডাকাতির ঘটনায় আফজল হোসেন শিপু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সোমবার (১ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে নগরীর জিতু মিয়ার পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিপু সিলেটের ওসমানীনগর থানার দুলিয়ারবন্দ তাজপুর এলাকার মৃত তুরন মিয়ার ছেলে।

Manual8 Ad Code

র‌্যাব জানায়, গত ২৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে এস এ পরিবহনের নাইওরপুল শাখা থেকে ঢাকার উদ্দেশ্যে একটি কাভার্ড ভ্যান রওনা দেয়। রাত সাড়ে ১২টার দিকে ভ্যানটি ওসমানীনগরের তাজপুর এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলে ছয়জন এবং একটি পিকআপে থাকা আরও চারজন মিলে ব্যারিকেড দিয়ে ভ্যানটি থামিয়ে দেয়।

Manual6 Ad Code

ভ্যান থামার পর ডাকাতরা দরজার গ্লাস ভাঙার চেষ্টা করে। সুপারভাইজার ও ড্রাইভার দরজা খুলে দিলে চারজন ডাকাত ভ্যানের ভেতরে উঠে ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের মারধর করে। এরপর তিনজন ডাকাত সুপারভাইজারকে পিকআপে তুলে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দুইজন ডাকাত ড্রাইভারের পেটে ছুরি ধরে ভ্যানটি মঙ্গলচণ্ডী রোডের দিকে নিয়ে যায়। প্রায় এক কিলোমিটার দূরে নির্জন স্থানে ভ্যান থামিয়ে ১৫-১৬ জন ডাকাত ভ্যানের পেছনের তালা ভেঙে চাবি দাবি করে। সুপারভাইজার চাবি দিতে না চাইলে তাকে দু’দফা মারধর করা হয় এবং মাথায় পিস্তল ঠেকিয়ে চাবি নেওয়ার পর মালামাল লুট করে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী সুপারভাইজার অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

Manual4 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত শিপুকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া ডাকাতির ঘটনায় গত ১৪ অক্টোবর দেওয়ান হৃদয় (২৫) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code