প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে রাতের জুয়ায় মত্ত যুবকেরা, গ্রেফতার ৮

editor
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ণ
সিলেটে রাতের জুয়ায় মত্ত যুবকেরা, গ্রেফতার ৮

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে রাতের জুয়ায় মত্ত হয়ে পেড়েছেন যুবকেরা। এদের মধ্যে বেশীর ভাগই হচ্ছে শ্রমিক। দিনের পরিশ্রমের টাকা দিয়ে তারা রাতের জুয়ায় খেলায় উড়াচ্ছেন টাকা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালী থানাধীন শামীমাবাদ এলাকার জান্নাত স্টল নামের একটি দোকানে অভিযান চালায়। এসময় পুলিশ ৮জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসএমপি আইনে গ্রেফতার দেখায় পুলিশ।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৮জনকে গ্রেফতার করেছে। তাদেরকে এসএমপি আইনে গ্রেফতার দেখানো হয়।

Manual5 Ad Code

গ্রেফতারকৃতরা হচ্ছে, শামীমাবাদ এলাকার ২নং রোডের ৭নং বাসার মৃত হাফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৩), হবিগঞ্জে লাখাই থানার সিংহগ্রামের আরজু মিয়ার ছেলে বশির আহমদ (৩৮), সুনামগঞ্জ সদর থানার আমপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ফারুক আহমদ (২৯), দোয়ারাবাজারের মানিকপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে আহমদ আলী (৩২), পশ্চিম কাজলশাহ এলাকার ২নং বাসার আব্দুল আহাদের ছেলে ফয়েজ আলম রাজ (৩২), সুনামগঞ্জের ছাতক থানার হায়দরপুর ভাতগাঁও গ্রামের মৃত তফজ্জুল আলীর ছেলে আক্তার হোসেন (৩৮), একই জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামের খয়রুল্লাহ ছেলে আল আমিন (৩৮) ও দোয়ারাবাজার থানার আমবাড়ি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল বাছিত (২৫)।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code