প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হাঁটতে বেরিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল শিক্ষকের

editor
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ণ
হাঁটতে বেরিয়ে ট্রাক চাপায় প্রাণ গেল শিক্ষকের

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
কচাপায় রূপজিত কর রাজু (৩৬) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুনবাজার এলাকার বেন্দারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু (৩৬) উপজেলার মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।

পুলিশ জানায়, সকালে চাকরিজীবী স্ত্রীকে কুলাউড়া যাওয়ার উদ্দেশে মিরপুর বাজারে বাসে তুলে দেওয়ার পর রাজু কর বাড়ি ফিরে আসেন। এরপর এলাকার আরও দুজনকে সঙ্গে নিয়ে মিরপুর-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়ক ধরে নতুনবাজার এলাকায় হাঁটতে যান। সকাল ৭টার দিকে বেন্দারপুল এলাকায় পৌঁছলে শ্রীমঙ্গলগামী একটি সবজিবোঝাই ট্রাক তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

Manual8 Ad Code

দুর্ঘটনায় রাজু ও ফুরঞ্জন দেব গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফুরঞ্জন দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Manual4 Ad Code

বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ট্রাক চাপায় একজন শিক্ষক নিহত হয়েছেন। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code