প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটের দুই মেডিকেল কলেজ থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বাদ

editor
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ণ
সিলেটের দুই মেডিকেল কলেজ থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বাদ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের দুই মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। একটি থেকে ‘বঙ্গবন্ধু’ ও অন্যটি থেকে ‘শেখ হাসিনা’র নাম বাদ দেওয়া হয়েছে।

সোমবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব ড. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেডিকেল কলেজ দুটির নাম পরিবর্তন করা হয়।

Manual4 Ad Code

প্রজ্ঞাপনে সুনামগঞ্জের ‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ’ এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে
‘সুনামগঞ্জ মেডিকেল কলেজ’।

Manual3 Ad Code

আর হবিগঞ্জের ‘শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ’ এর নাম থেকে শেখ হাসিনার নাম বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়েছে ‘হবিগঞ্জ মেডিকেল কলেজ’।প্রজ্ঞাপনে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।

Manual8 Ad Code

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ নভেম্বর একনেকে সভায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুনামগঞ্জ নামে প্রায় ১১শ ৭ কোটি ৮৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির অনুমোদন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর মৌজায় সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক ঘেষে মদনপুর দিরাই সড়কের উভয়পাশে ৩৫ একর জমিতে মেডিকেল কলেজের বাস্তবায়ন করা হয়। গেল বছর মেডিকেল কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। ইতোমধ্যে এই প্রকল্পের প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code