স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন নিজ বাসা থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরের বাদামবাগিচা এলাকার ইলাশকান্দির বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই তরুণী তাহমিনা আক্তার জেরিন (১৮)। জেরিনের বাবা নবী উদ্দিন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য। তিনি নগরীর অগ্রগামী সরকারী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) সিলেট মহানগর ট্রাফিক পুলিশের সদস্য নবী উদ্দিনের নিজ বাসা থেকে পুলিশ তার কলেজ পড়ুয়া মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ঘটনাস্থলে থাকা এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, ‘দুপুরে মরদেহ উদ্ধার করে আমরা ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।’ তিনি বলেন, ‘পুলিশ কিশোরীর মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে।’
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com