প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওসমানী হাসপাতালে ‘ডিরেক্টরস অ্যাওয়ার্ড’ চালু

editor
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৪, ১০:১২ পূর্বাহ্ণ
ওসমানী হাসপাতালে ‘ডিরেক্টরস অ্যাওয়ার্ড’ চালু

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো চালু হয়েছে ‘ডিরেক্টর অ্যাওয়ার্ড’। সম্প্রতি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের ১৪ জন চিকিৎসকসহ ৪৩ জন কর্মকর্তা-কর্মচারীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

চিকিৎসক ছাড়া বাকি অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন ২৮ জন নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং সহযোগী সংস্থা পিডব্লিউডি-র ১ জন প্রকৌশলী।

Manual3 Ad Code

সংশ্লিষ্টরা জানিয়েছেন- স্বাস্থ্য ক্যাডারের প্রেস্টিজিয়াস পদক হচ্ছে- ডি. জি. (ডিরেক্টর জেনারেল) অ্যাওয়ার্ড। এ ধারাবাহিকতায় বাংলাদেশের টারশিয়ারি লেভেলের হাসপাতালগুলোর মধ্যে প্রথম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ‘ডিরেক্টরস্ অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে।

Manual4 Ad Code

সংশ্লিষ্টরা জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনিরের যোগদানের পর ৩ মাসের মধ্যেই তাঁর অধীনস্থ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মানোন্নয়নের জন্য এই অ্যাওয়ার্ড চালুর ব্যবস্থা করেছেন তিনি।

এ প্রসঙ্গে হাসপাতাল পরিচালক বলেন- ‘আমি সবস ময় ভালো কাজের সাথে ছিলাম এবং আছি। তাই আমার সহকর্মী কর্মকর্তা- কর্মচারীরা ও সবসময় ভালো কাজটি করবে।’

Manual5 Ad Code

তিনি আরো বলেন- ভালো কাজের স্বীকৃতি দেয়া দরকার। এই চিন্তা থেকেই আমি এ হাসপাতালে এই প্রথম ‘ডিরেক্টরস অ্যাওয়ার্ড’ চালু করলাম। কেননা- পদক পেলে সবাই সম্মানিত বোধ করবে। তাদের কাজের গতি বাড়ে। যারা পায়নি তারা দেখেও প্রতিযোগী বা উৎসাহী হয়ে উঠবে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code