প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বড়লেখায় একনলা বন্দুক উদ্ধার

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ণ
বড়লেখায় একনলা বন্দুক উদ্ধার

Manual6 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে বিজিবি। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল চৌমুহনী এলাকা থেকে বন্দুকটি উদ্ধার করা হয়। সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।

Manual6 Ad Code

বিজিবি সূত্র জানায়, রোববার রাতে বিয়ানীবাজার-৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন নিউ পাল্লাথল বিওপির একটি টহল দল দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল চৌমুহনী এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বিজিবি সদস্যরা একটি একনলা বন্দুক পড়ে থাকতে দেখেন। পরে তারা সেটি উদ্ধার করেন।

Manual2 Ad Code

বিয়ানীবাজার-৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, উদ্ধারকৃত বন্দুকটি বিজিবির হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code