বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখার ঐতিহ্যবাহী চান্দগ্রাম আনোয়ারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. হোসাইন আহমেদ। তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং আল রাইয়ান হাসপাতাল, সিলেটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ মনোনয়ন ঘোষণা করা হয়।
গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. হোসাইন আহমেদ বলেন, এ দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি এক বিশাল দায়িত্বও বটে। শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসারে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে চাই। আমি আশা করি, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় মাদ্রাসাটিকে আরও এগিয়ে নিতে পারব।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com