স্টাফ রিপোর্টার:
আসন্ন রমজানে বিয়ানীবাজারের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিরো টলারেন্স ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সংযমের মাসে উপজেলাবাসীকে যাতে কোন ধরনের দূর্ভোগ পোহাতে না হয় সেজন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তাফা মুন্না।
তিনি বলেন, দোকানের বাইরে কোন ধরনের মালামাল রাখতে পারবেনা ব্যবসায়ীরা। প্রয়োজনে ওই দোকান সিলাগালা করে দেয়া হবে, বাতিল করা হবে ব্যবসায়িক অনুমতিপত্র। পৌরশহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হবে। ফুটপাত উচ্ছেদ করে চলাচলের রাস্তা সুগম করা হবে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলবে।
সভায় বিয়ানীবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফ উজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com