স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপি কার্যত: পৌরশহরে শোডাউন করে। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানর ছবি-ফ্যাষ্টুন নিয়ে দলীয় নেতাকর্মীরা শহরে র্যালী করেন।
পরবর্তীতে পৌরশহরের স্থানীয় নিউ মার্কেট মোড়ে এতে প্রধান অতিথির বক্তব্যকালে ২০১৮সালে বিএনপির মনোনীত প্রার্থী এবং আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী বলেন, নির্বাচন হবে যথাসময়ে। আর অপরিচিত পিআর নয় পরিচিত ব্যালটের মাধ্যমে দেশবাসী ধানের শীষকে বেছে নিবে। যারা নির্বাচনকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের মুখোশ উন্মোচন করা হবে।
তিনি বলেন, অতীতে বিএনপিকে বিয়ানীবাজারে কোন সভা-সমাবেশ করতে দেয়নি ফ্যাসিষ্ট দোসররা। এখন তারা পালিয়েছে তবে তাদের হয়ে কিছু লোক নির্বাচন বানচালের চেষ্টা করছে। কোন ষড়যন্ত্র ফেব্রæয়ারীর নির্বাচন ঠেকাতে পারবেনা। তিনি আরোও বলেন, শহীদ রাষ্ট্রপতি দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেই রক্তার্জিত স্বাধীনতা আমরা কাউকে বিক্রি করতে দিবনা। জনগণের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠালে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের যুগান্তকারী উন্নয়ন হবে। সিলেট-শেওলা ফোরলেন সড়কের কাজ শুরু করতে প্রয়োজন আন্দোলনের ডাক দেয়া হবে।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল মন্নান, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, জেলা যুবদল নেতা এবি কালাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এম এ হাসনাত জামিল, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হোসেন আহমদ মেম্বার, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আহসান জামিল ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য শহীদুল ইসলাম রাজেল প্রমুখ।
এছাড়া বিয়ানীবাজার উপজেলার পৌর-এলাকার ৯টি ওয়ার্ড ও উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষ মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com