স্টাফ রিপোর্টার:
সনাতন ধর্মীয় সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃংখলা বিষয়ক প্রস্তুতি সভা করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। শনিবার দুপুরে বিয়ানীবাজার থানায় অনুষ্ঠিত সভায় সানতন ধমীয় নেতা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, চেকপোস্টের মাধ্যমে সার্বক্ষণিক তল্লাশি, দায়িত্বশীল স্বেচ্ছাসেবক নিয়োগ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভার প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মো: মফিজুর রহমান বলেন, ধর্মীয় সম্প্রীতির দিক থেকে বিয়ানীবাজার একটি অনন্য এলাকা। এই ঐতিহ্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা পালন করতে হবে। যে কোনো গুজব প্রতিরোধ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি জানান, প্রশাসন, পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা হবে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী, পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাভ পাল চৌধুরী মোহন, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, রাজনীতিক বিবেকানন্দ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com