প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে স্থায়ীভাবে অপসারিত হলেন ইউপি চেয়ারম্যান

editor
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫, ০৪:০৬ অপরাহ্ণ
বিয়ানীবাজারে স্থায়ীভাবে অপসারিত হলেন ইউপি চেয়ারম্যান

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ এবং চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ২০ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ইউপি-১ শাখার একটি স্মারকের আলোকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চেয়ারম্যান আমানকে অপসারণ এবং চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ইউপি-১ শাখার প্রেরিত স্মারকে উল্লেখ, ‘জনস্বার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ) আইন- ২০০৯ এর ৩৪ (৪) (ক) ও (ঘ) ধারায় অপরাধ করায় একই আইনের ৩৪ (৬) ধারা মোতাবেক তাঁকে স্বীয় পদ থেকে অপসারণ করা হয়।’

Manual4 Ad Code

উল্লেখিত স্মারক পত্রে, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ) আইন- ২০০৯ এর ৩৫ (১) ও (২) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আমি গোলাম মুস্তফা মুন্না, উপজেলা নির্বাহী অফিসার, বিয়ানীবাজার, সিলেট সর্বসাধারণের জ্ঞাতার্থে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আমান উদ্দিন, পিতা আব্দুল কাইয়ুম, মিনারাই, মাথিউরা ইউনিয়ন বিয়ানীবাজার সিলেট এর পদটি এতদ্বারা শূন্য ঘোষণা করলাম।’

Manual7 Ad Code

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মাথিউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে। বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক চেয়ারম্যান মো. আমান উদ্দিন। তারেক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী ছিলেন। উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহ জামিনের পর চলতি বছরের ৩০ জুন সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেল হাজতে প্রেরণ করেন। এখনো তিনি কারাগারে আটক আছেন।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code