স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের শেওলা সেতু এলাকা থেকে একটি বড় জিরার চালান আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি। শনিবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে বিজিবির অভিযানে ১ হাজার ৭৭০ কেজি জিরাসহ একটি ট্রাক আটক করা হয় একটি জিরা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র বড়গ্রাম বিওপির একটি বিশেষ টহলদল আনুমানিক সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-বিয়ানীবাজার অঞ্চলিকমহাসড়কের শেওলা সেতুল এলাকা থেকে ট্রাকভর্তি জিরা আটক করা হয়। আটককৃত ট্রাক থেকে ১ হাজার ৭৭০ কেজি জিরা আটকের পর জব্দ করে বিজিবি। জব্দ করা ভারতীয় জিরার সিজার মূল্য ২৬লাখ ৫৫ হাজার টাকা এবং আটককৃত ট্রাকের সিজার মূল্য ৩৫লাখ ৩০ হাজার।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বিজিবি’র অভিযানে ভারতীয় জিরার ্টএকটি বড় চালান করা করা হয়েছে। আটককৃত জিরা ও ট্রাকের সিজার মূল্য ৬১ লাখ ৮৫ হাজার টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com