স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার সীমান্তের ভিতরে প্রায় ৩ লক্ষ টাকার আড়াইশ’ কেজি ভারতীয় পেঁয়াজ আটক করেছে বিজিবি।
শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে সীমান্ত এলাকার ৩ কিলোমিটার ভিতরে বিজিবি-৫২ এর অধীনস্থ গজুকাটা বিওপির হাবিলদার মান্নানের নেতৃত্বে পরিচালিত একটি টহল দল পিকআপ ভর্তি পেঁয়াজ আটক করে। এ সময় পেঁয়াজ বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
পেয়াঁজ আটকের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।
Sharing is caring!