প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে সেলিম উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠিত

editor
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৫, ০৫:১৩ অপরাহ্ণ
বিয়ানীবাজারে সেলিম উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠিত

Manual8 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজারে মুহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে কসবায় ফ্রি মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে।

বিয়ানীবাজার পৌরসভার কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার দিনব্যাপি অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বিয়ানীবাজার–গোলাপগঞ্জ (সিলেট-৬) আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে শত শত রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

দিনব্যাপী এই চিকিৎসা সেবায় অংশ নেন মেডিসিন, শিশু, সার্জারি, গাইনী, ডায়াবেটিস, চক্ষু, ত্বক, নাক-কান-গলা, হাড়–জোড়সহ মোট ২০টিরও বেশি শাখার চিকিৎসক। রোগীরা বিনামূল্যে প্রেসার, সুগার, অক্সিজেন স্যাচুরেশনসহ প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষাও করানোর সুযোগ পান।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়ক ও প্রধান আয়োজক ফরিদ আহমদ বলেন—মানুষের জন্য কাজ করার সুযোগ আমাদের জন্য আল্লাহর বড় রহমত। গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থায় নানা প্রতিবন্ধকতা আছে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ ঠিকমতো চিকিৎসা পায় না। এই ক্যাম্পের মাধ্যমে আমরা চেষ্টা করেছি তাদের দোরগোড়ায় মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

 

তিনি আরও বলেন—মোহাম্মদ সেলিম উদ্দিন ভাইয়ের সার্বিক সহযোগিতা না থাকলে এত বড় আয়োজন সম্ভব হতো না। চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই সফলভাবে এ আয়োজন সম্পন্ন করার জন্য।

Manual3 Ad Code

বিয়ানীবাজার উপজেলা শিবির সভাপতি ফাতেহুল ইসলাম বলেন—মানুষের কল্যাণে এমন উদ্যোগ সত্যিই সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেয়। রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানবসেবার এ ধারা অব্যাহত থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।

Manual8 Ad Code

সেবা নিতে আসা এক গৃহিণী আবেগ নিয়ে বলেন—আমার দীর্ঘ দিনের রোগের চিকিৎসা করানোর মতো সামর্থ্য ছিল না। আজকে শুধু চিকিৎসাই পাইনি, সঙ্গে ফ্রি ওষুধও পেয়েছি। আল্লাহ এ আয়োজনকারীদের উত্তম প্রতিদান দিন।

একই এলাকার আরেক বৃদ্ধ বলেন—ব্যথা আর ডায়াবেটিসের সমস্যায় ভুগছি। এখানে এসে নানা ডাক্তার দেখিয়েছে, আবার ওষুধও দিয়েছে—সবই ফ্রি। আমাদের মতো গরিব মানুষের জন্য এ এক বড় সাহায্য।

 

উক্ত দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাও: ফয়জুল ইসলাম, পৌর জামায়াতের আমির কাজী জমির হোসাইন, সেক্রেটারি সাদুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মুনিবুর রহমান পাবেল, পৌর জামায়াতের প্রচার সেক্রেটারি জাকির হোসেন, পৌর ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এনামুল হক, পৌর ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মুহিবুর রহমান, পৌর ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি তারিন আহমদ। উপজেলা উত্তর শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মুমিন, দক্ষিন শাখার সেক্রেটারি আবু সাইদ, সাবেক পৌর সভাপতি রাসেল আহমদ ও হাবিব আহমদ সহ প্রমুখ।

Manual5 Ad Code

সকাল থেকেই বিভিন্ন বয়সী রোগীর ভিড়ে ক্যাম্প এলাকা জমজমাট হয়ে ওঠে। স্বেচ্ছাসেবকরা রোগীদের বিভাগভেদে সারিবদ্ধভাবে বসার ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষায় সহায়তা করেন। ওষুধ বিতরণ কেন্দ্রেও ছিল দীর্ঘ সারি।

বড় পরিসরে আয়োজন করা এই মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজার পৌরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ফ্রি মেডিসিন ও বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি মানুষকে আশ্বস্ত করেছে। আয়োজকরা ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থাপনায় নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code