প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে ‘আলোর মানুষ আতাউর রহমান’ স্মারকগ্রন্থ প্রকাশ ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

editor
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে ‘আলোর মানুষ আতাউর রহমান’ স্মারকগ্রন্থ প্রকাশ ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজার উপজেলার দাসউরা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষাবিদ, লেখক ও বিশিষ্ট কলামিস্ট, দেশ এডিশন অনলাইন পত্রিকার সহ সম্পাদক মোঃ আতাউর রহমানকে কেন্দ্র করে স্মারকগ্রন্থ প্রকাশনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গ্রন্থ প্রকাশনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দুটি গ্রন্থ— “আলোর মানুষ আতাউর রহমান” এবং “শিক্ষকের আলো ছায়া”—এর মোড়ক উন্মোচন করা হয়।

শনিবার সন্ধ্যায় বিয়ানীবাজারের রয়েল স্পাইসি রেস্তোরাঁ মিলনায়তনে দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ ফয়জুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ এবং প্রধান আলোচক ছিলেন সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির খান।

Manual1 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ, বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) সচিব ও বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ অসীম কান্তি তালুকদার, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নজমুল ইসলাম, আজীবন দাতা সদস্য বদরুল হক, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল হক, মাটিজুরা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিলাল উদ্দিন, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম, পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বিয়ানীবাজার উপজেলা শাখার সহ সভাপতি বেলাল আহমদ, লায়ন আব্দুল কুদ্দুছ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, মাস্টার মুজিবুর রহমানসহ এলাকার শিক্ষক, সাংবাদিক, লেখক ও শুভাকাঙ্ক্ষীরা।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং সঞ্চালনা করেন প্রেসক্লাব সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম ও দাসউরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ আনিসুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন দাসউরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্মারকগ্রন্থের সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও আজীবন দাতা সদস্য বদরুল হক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দাসউরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূর আলম, বিয়ানীবাজার গণদাবি পরিষদের সেক্রেটারি জয়নুল আবেদিন, নালবহর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরিফুল হাসান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুম আহমদ, ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য আবুল হাসান, এম এ ওমর, আমিনুল হক দিলু, মিছবাহ উদ্দিন, আব্দুল করিম প্রমুখ।

প্রধান অতিথি প্রফেসর সাব্বীর আহমদ তাঁর বক্তব্যে বলেন, “জীবনের দীপ্তি ও কর্মের গৌরবে আলোর মানুষ আতাউর রহমান সত্যিকার অর্থে একজন আদর্শ শিক্ষক, আদর্শ মেন্টর, আদর্শ অভিভাবক, আদর্শ বাবা। একজন শিক্ষক তাঁর আচরণ, নীতি ও মানবিকতা দিয়ে সমাজে পরিবর্তন আনেন। আতাউর রহমান স্যার সেই বিরল গুণসম্পন্ন শিক্ষকদের একজন, যাঁর চার দশকের কর্মজীবন শিক্ষা–সংস্কৃতি ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।” তিনি বলেন, স্মারকগ্রন্থ দুটি শুধু একজন ব্যক্তিকে স্মরণ করার প্রয়াস নয়, বরং শিক্ষা–দর্শনের ধারাবাহিকতা ধরে রাখার মূল্যবান দলিল।

প্রধান আলোচক মো. কবির খান বলেন, “আতাউর রহমান স্যার শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেননি; তিনি শিক্ষার্থীদের চরিত্রগঠনে আলো দেখিয়েছেন। তিনি সহজে মানুষ চিনতে পারতেন। তাঁর মানবিকতা, দক্ষতা, সততা ও দায়িত্ববোধ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।” তিনি স্মারকগ্রন্থ দুটিকে শিক্ষাঙ্গনের জন্য মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করেন।

সম্মাননা গ্রহণ শেষে বক্তব্যে জনাব মোঃ আতাউর রহমান বলেন, “শিক্ষকতা আমার কাছে শুধু চাকরি ছিল না—এটি ছিল দায়িত্ব, ভালোবাসা ও আত্মিক তৃপ্তির পথ। শিক্ষার্থীদের মাঝেই আমি আমার জীবন ও মিশন খুঁজে পেয়েছি। আজকের সম্মাননা আমার পেশাগত জীবনের সর্বোচ্চ প্রাপ্তি।” তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়ন, মানবিকতার শিক্ষা এবং গ্রামীণ শিক্ষাব্যবস্থায় আলোকবর্তিকা জ্বালানোর কাজ অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি, প্রধান আলোচক ও লেখক মঞ্চে এসে গ্রন্থদ্বয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন। পরে বিয়ানীবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে মিলাদ মো. জয়নুল ইসলামের নেতৃত্বে সম্মাননা সনদ প্রদান করা হয়। একই সঙ্গে আয়োজক কমিটির পক্ষ থেকে রোটারিয়ান ফয়জুল ইসলাম ও সহযোগীগন লেখককে উত্তরীয় ও স্মারক সনদ তুলে দেন।

এছাড়াও আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির শুভেচ্ছা গ্রহণ করেন রত্নময় দাস, প্রধান শিক্ষক, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়, মো. আজিজুর রহমান, প্রধান শিক্ষক, বাগবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়, আতিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়, মুহাম্মদ আব্দুছ ছবুর, অভিভাবক সদস্য, সহকারী শিক্ষক মাইদুল ইসলাম-দাসউরা উচ্চ বিদ্যালয়, মাস্টার মুজিবুর রহমান, কবি আজিজ ইবনে গণিসহ আরও উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, লেখক, শুভাকাঙ্ক্ষী ও পাঠকবৃন্দ।

Manual5 Ad Code

আয়োজক কমিটির সভাপতি রোটারিয়ান ফয়জুল ইসলামের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code