স্টাফ রিপোর্টার:
পাকা ধানে মই-ক্ষতি করার এই প্রবাদটি সবার জানা। বিয়ানীবাজারের পল্লীতে একটি ঘটনায় সেই প্রবাদটি ফের আলোচিত হচ্ছে। পাক ধানে মই না দিলেও ক্ষেতের উপর ট্রাক্টর চালিয়ে ক্ষতি করা হয়েছে ফসলি জমির পাকা ধান। উপজেলার শেওলা ইউনিয়নের দত্তগ্রাম-চক এলাকায় এ ঘটনা ঘটে। থানা পুলিশের কাছেও বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, শেওলা ইউনিয়নের দত্তগ্রাম-চক মৌজায় জেএল নং ৪২, খতিয়ান নং ১৯০, দাগ নং ১৪৫, ১৪৭-এ থাকা ২৪ শতক আমন রকম ভূমি নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ চলছে মৃত তজম্মুল আলীর ছেলে এনাম আহমদের। এর জের ধরে গত ২৯ নভেম্বর বিকাল সাড়ে ৪ টার দিকে পাকা ধানের উপর দিয়ে ক্ষতি করার উদ্দেশ্যে ক্ষেতের ট্রাক্টর চালিয়ে নিয়ে যান এনাম আহমদের প্রতিপক্ষ। এতে প্রায় ৩৫ মন ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় দত্তগ্রাম-চক এলাকার আব্দুর মন্নানের ছেলে শাহীন আহমদ (৪৫), আব্দুল মতিনের ছেলে শাহীন আহমদ (৩৬) ও জুবের আহমদ (৩৩)-কে বিবাদী করে থানায় অভিযোগ করেছেন এনাম আহমদ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিয়ানীবাজার থানার পুরিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী বলেন, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!