স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভার আগে উপজেলা প্রশাসনের নেতৃত্বে বের হওয়া একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী ও কুড়ার বাজার কলেজের প্রভাষক বিজিত আচার্য । উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসান শাহরিয়ার সভা সঞ্চালনা করেন।
সভায় ইউএনও উম্মে হাবিবা মজুমদার বলেন, “দুর্নীতি একটি জাতিকে ধ্বংস করে দেয়, তাই এটি কোনোভাবেই সহনীয় নয়। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখা হবে।”
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com