ছবিতে নিহত যুবক ইমন আহমদ-ফাইল ছবি/
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে আইফোন ছিনতাই করে ধামাচাপা দেয়ার জন্য ইমন আহমদ (২২) নামের এক যুবককে খুন করেছেন তার ঘনিষ্ট বন্ধু। এ ঘটনায় নিহতের মরদেহ তিনদিন লুকিয়ে রাখেন ঘাতক হিসেবে সন্দেহভাজন আশরাফুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা-এমন অভিযোগ করছেন নিহতের স্বজনরা।
উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে গ্রামের একটি মৎস্য আড়তের পাড় থেকে তার হাত-পা ও মুখ বাধা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের নিজ গ্রামের আশরাফুল ইসলাম (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আব্দুল করিম মনাইর ছেলে।
সূত্র জানায়, নিহত ইমন আহমদ একটি দামী আইফোন ব্যবহার করতেন। ওই ফোনের প্রতি দূর্বলতা ছিল বন্ধু আশরাফুলের। গত তিনদিন আগে হঠাৎ করে নিখোঁজ হন ইমন। অনেক খোজাঁখুজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে এ বিষয়ে থানায় সাধারণ ডায়রী করা হয়। পুলিশ ডায়রীর সূত্র ধরে তদন্ত শুরু করে। একপর্যায়ে ইমন নিখোঁজ হওয়ার ঘটনায় আশরাফুুলের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তখন অন্যত্র পালিয়ে যাওয়া অবস্থায় তাকে আটক করে পুলিশ। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনাস্থল থেকে ইমনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে আইফোন ছিনতাই ও বিক্রিকে কেন্দ্র করে হত্যাকান্ড ঘটতে পারে বলে পুলিশ ও স্থানীয়রা মনে করছেন। খোয়া যাওয়া ফোনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com