স্টাফ রিপোর্টার:
ধর্ষণের অভিযোগে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ আইনে মামলা করেছেন চাচাতো বোন। ভুক্তভোগী চাচাতো বোন সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। শুক্রবার (৪ জুলাই) রাতে কিশোরীর বাবা বাদী হয়ে নেত্রকোনার কেন্দুয়া থানায় এ মামলা করেন।
২০২৪ সালে ৩০ ডিসেম্বর কেন্দুয়া উপজেলার একটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।মামলায় প্রধান আসামি করা হয়েছে চাচাতো ভাই আশরাফুল ইসলাম সজিবকে (২৭)। অন্য অভিযুক্তরা হলেন সজিবের মা, দুই ভাই ও বড় ভাইয়ের স্ত্রী।
নির্যাতিত কিশোরীর বাবার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি গত বছর ৩০ ডিসেম্বর রাতে নির্যাতিত কিশোরীর বসতঘরে ঘটে। বিষয়টি এত দিন ঘরোয়াভাবে সীমাবদ্ধ থাকলেও গত সপ্তাহে প্রকাশ্যে আসে।
মেয়েটি স্থানীয় মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। মেয়েটির বাবা সজিবের চাচা। ঘটনার দিন মেয়েটির বাবা বাড়িতে ছিলেন না। কৌশলে মামলার প্রধান আসামি সজিব (২৭) ঘরে ঢুকে প্রবেশ করে অস্ত্রের মূখে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করেন।
ভয়ভীতির কারণে বিষয়টি ওই কিশোরী প্রথমে কাউকে বলেনি। পরে শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি জানাজানি হয় এবং ঘরোয়াভাবে মিটমাটের চেষ্টা চলে। অবস্থা বেগতিক দেখে কিছুদিন পূর্বে প্রধান আসামি বিদেশ চলে যান। পরে ওই কিশোরীর বাবা কেন্দুয়া থানায় মামলা করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এই ঘটনায় নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ইতিমধ্যে আসামিদের ধরতে কয়েক দফা অভিযান পরিচালিত হয়েছে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রধান আসামি বিদেশ থাকার বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com