স্টাফ রিপোর্টার:
নারী পরিচয়ে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে তুলে কৌশলে নগ্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে চক্রটি। পরে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে। এমন একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
বুধবার (২৬ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটে রংপুর মহানগরের কলেজ রোড, আলমনগর ও বনানী পাড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা মো. আজম আলী (২৫) ও তার সহযোগী মো. সাফায়েত হোসেনকে (২৫) আটক করা হয়। অভিযানে দুটি স্মার্টফোন উদ্ধার করে এটিইউ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পরিচালক ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনলাইনে ভুয়া নারী পরিচয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করত তারা। কথোপকথন বাড়িয়ে বিশ্বাস অর্জনের পর ভিডিও কলে আপত্তিকর দৃশ্য ধারণ করত। এরপর ভিডিও ভাইরাল করে দেওয়া হবে এমন ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করাই ছিল তাদের প্রধান কৌশল।
এ বিষয়ে গত ১৬ নভেম্বর ডিএমপির উত্তরা পশ্চিম থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার ভিত্তিতে দীর্ঘ গোয়েন্দা নজরদারি, তথ্য বিশ্লেষণ এবং রংপুর বিভাগীয় অফিস ও অর্গানাইজড ক্রাইম শাখার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com