স্টাফ রিপোর্টার:
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশের ভোটার নন। তবে তিনি চাইলে আবেদন করতে পারেন এবং কমিশন অনুমোদন দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি প্রার্থীও হতে পারবেন।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব।
তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘আমার জানা মতে তিনি এখনো ভোটার নন।’ এরপর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, এ অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না। উত্তরে সচিব বলেন, ‘পারবেন— যদি কমিশন সিদ্ধান্ত দেয়।’
কমিশন কোন আইনের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেবে— এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আইনে এ বিষয়ে নির্দেশনা আছে।’ তবে কোন আইনে তা উল্লেখ আছে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখলে পাবেন, আমার মুখস্থ নেই।’
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com