প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন, নেতা-কর্মীদের ভিড়

editor
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ণ
এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন, নেতা-কর্মীদের ভিড়

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই সাধারণ দিনের তুলনায় নিরাপত্তা আরও কঠোর দেখা গেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন থাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, সার্বিক নিরাপত্তার স্বার্থে একটি প্লাটুন হাসপাতালের মূল ফটকে দায়িত্ব পালন করছে, আরেক প্লাটুন টহল দিচ্ছে আশপাশে।

Manual2 Ad Code

এর আগে সোমবার রাতে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা ও দলীয় নেতা–কর্মীদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যারিকেড বসায়। তারপরও আজ সকাল থেকেই হাসপাতালের সামনে নানা এলাকা থেকে বিএনপির অনেক নেতা–কর্মী এসে জড়ো হয়েছেন। ব্যারিকেডের বাইরে নির্দিষ্ট এলাকায় তারা অবস্থান করছেন।

হাসপাতালের সামনে উপস্থিত নেতা–কর্মীদের অনেকে বলেন, ভিড় এড়ানোর জন্য কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা ছিল। কিন্তু তাদের মন সায় দেয়নি। উদ্বেগ আর টানাপোড়েন সামলে তারা ছুটে এসেছেন হাসপাতালে।

Manual2 Ad Code

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করার পর গতকাল দুপুর ২টা ২০ মিনিটে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নেয়। এভারকেয়ার হাসপাতালের সামনে এখন পুলিশ, এসএসএফ ও বিজিবির যৌথ উপস্থিতিতে পুরো এলাকায় সতর্ক পরিবেশ বিরাজ করছে।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code