প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সীমান্ত থেকে আটক ২, কোমরে লুকানো ছিল ৪৬ সোনার বার

editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ণ
সীমান্ত থেকে আটক ২, কোমরে লুকানো ছিল ৪৬ সোনার বার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের মহেশপুরের সামন্তা সীমান্ত এলাকা থেকে ৪৬টি সোনার বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

Manual8 Ad Code

আটকরা হলেন- মহেশপুরের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল কাদের মণ্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মো. দুলাল (৪০)।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, বিপুল সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা সীমান্তের দিকে যাবে, এমন তথ্য আসে বিজিবির কাছে। সেই তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সামন্তা বিওপিসংলগ্ন সীমান্ত পিলার ৫৯/৩ এস থেকে ৩০০ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মাঠে ধানক্ষেতে অবস্থান নেয়।

Manual7 Ad Code

তিনি জানান, সে সময় দুজন চোরাকারবারি সীমান্তের দিকে গেলে বিজিবির টহল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের তল্লাশি করে কোমরে লুকানো ৪৬টি সোনার বার পাওয়া যায়। এই সোনার ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা।

Manual8 Ad Code

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ এবং উদ্ধার সোনার বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code