প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরগুনায় ধান কাটাকে কেন্দ্র করে হামলা, চার নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম

editor
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ণ
বরগুনায় ধান কাটাকে কেন্দ্র করে হামলা, চার নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটে।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Manual2 Ad Code

স্থানীয়দের অভিযোগ, হলদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ গাজী ও তার সহযোগীরাই হামলা চালিয়েছে। তারা জানান, মন্নাফ হাওলাদার ও জামাল গাজীর মধ্যে ১৫ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১১ নভেম্বরও একই জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। উভয়পক্ষ আদালতে মামলা করেছেন।

Manual2 Ad Code

জামাল গাজীর পক্ষের মামলার কারণে মন্নাফ হাওলাদার ও তার ১১ আত্মীয় বর্তমানে কারাগারে রয়েছেন। এ সুযোগে শুক্রবার বিকেলে ধান কাটতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন মন্নাফ হাওলাদারের বাড়ির নারীরা। অভিযোগ অনুযায়ী, আরিফ গাজীর নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল ধান কাটার মেশিন নিয়ে জমিতে ঢুকে নারীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আহতদের মধ্যে ছিলেন কদভানু (৪৫), শেফালী (৪০), নুর নাহার (৩৫), মমতাজ (৭০) ও সাদ্দাম হোসেন (৩০)।

Manual2 Ad Code

অভিযুক্ত আরিফ গাজী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, রাত আটটার দিকে জাকারিয়া, সগির ও লিপি বেগম নামে তিনজনকে আটক করেছে পুলিশ। হামলাকারীদের ধরার চেষ্টা চলছে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code