প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৩ ঘণ্টা ধরে শিক্ষাভবন মোড় অবরোধ, মুখোমুখি পুলিশ-শিক্ষার্থীরা

editor
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ০১:০০ অপরাহ্ণ
৩ ঘণ্টা ধরে শিক্ষাভবন মোড় অবরোধ, মুখোমুখি পুলিশ-শিক্ষার্থীরা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীরা টানা তিন ঘণ্টা ধরে শিক্ষাভবন মোড় অবরোধ করে রেখেছেন। এতে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষাভবনের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে; রাখা হয়েছে জলকামান ও রায়টকারও।

Manual7 Ad Code

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রায় ৩০০–এর বেশি শিক্ষার্থী মোড়জুড়ে বসে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন।

Manual7 Ad Code

শিক্ষার্থীদের অভিযোগ, নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারিতে দেরি হওয়ায় নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বাধ্য হয়েই তারা আন্দোলনে নামতে হয়েছে বলে জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

রবিউল ইসলাম নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা বারবার জানিয়েছি, আমরা টেবিলে যেতে চাই। কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে পরীক্ষা–নিরীক্ষা চলছে, সেটা মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষ যদি সত্যিই আমাদের কথা শুনতেন, তাহলে এতদিনে চূড়ান্ত সিদ্ধান্ত হতো। আমরা দাবি নিয়ে রাজপথে নেমেছি। এখন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।

স্মৃতি আক্তার নামের ইডেন কলেজের এক শিক্ষার্থী বলেন, অধ্যাদেশের দীর্ঘসূত্রতা আমাদের পড়াশোনা, ক্যারিয়ারসহ সবকিছুতে অনিশ্চয়তা তৈরি করেছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জবাবদিহি না থাকলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code