প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাড়ি ফেরার পথে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

editor
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ণ
বাড়ি ফেরার পথে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

Manual6 Ad Code

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাপাতি দিয়ে নয়ন আলী (২৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস।

Manual2 Ad Code

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার নয়ালাভাঙ্গা মোড়লটোলা গ্রামের আবদুল করিমের ছেলে।

Manual4 Ad Code

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ছত্রাজিতপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন নয়ন আলী। এ সময় বাবুপুর মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি গতিরোধ করে নয়নকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে মারা যান।

Manual3 Ad Code

শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবির বলেন, ঘটনাটি শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code