ঝিনাইদহ প্রতিনিধি:
বাবার জানাজা থেকে কণ্ঠশিল্পী মনির খান ও তার ছেলের মোবাইল খোয়া গেছে। বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুরে এ ঘটনা ঘটে।
মনির খান বলেন, বাবার জানাজায় অনেক লোকের সমাগম হয়। কোনো এক ফাঁকে আমার ও ছেলের মোবাইল চুরি হয়। আমার গ্রামীণফোনের সিমটা অনেক পুরাতন। এখন পর্যন্ত ফোনটা উদ্ধারের ব্যাপারে কোনো তৎপরতা চালাইনি তবে কিছু জায়গায় আমি ইনফরমেশন দিয়েছি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
এর আগে মঙ্গলবার বিকেলে গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন মনির খানের বাবা মাহবুব আলী খান (১০১)।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com