
স্টাফ রিপোর্টার:
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৭ পয়েন্ট। বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ৭ পয়েন্ট এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৭ পয়েন্ট।
লেনদেনের শুরুতেই দাম বেড়েছে ২৫০ কোম্পানির, কমেছে ৫২ এবং অপরিবর্তিত আছে ৫৯ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় ডিএসইতে ১০০ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৪ পয়েন্ট।
লেনদেন হওয়া ৬০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮, কমেছে ১৬ এবং অপরিবর্তিত আছে ছয় কোম্পানির শেয়ারের দাম। শুরুতেই মোট শেয়ার এবং ইউনিটের লেনদেন ছাড়িয়েছে ৫০ লাখ টাকা। সূত্র : ইউএনবি
Sharing is caring!