প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সেই ঊর্মির বিচার দাবিতে ডুয়েটে বিক্ষোভ

editor
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ণ
সেই ঊর্মির বিচার দাবিতে ডুয়েটে বিক্ষোভ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মি স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে স্ট্যাটাস দেওয়া এবং একই স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা।

সোমবার (৭ অক্টোবর) রাত সোয়া ৭টায় ডুয়েট ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা।

Manual2 Ad Code

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডুয়েটের প্রধান ফটকে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Manual8 Ad Code

বিক্ষোভ মিছিলে ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহজালাল বলেন, ‘তাপসী তাবাসসুম ঊর্মি দেড় হাজার মানুষকে যারা শহিদ করেছে তাদের পক্ষে কথা বলেছেন। এদেশে শহিদ আবু সাঈদের বিরুদ্ধে কথা বলা মানে জুলাই বিপ্লবের দেড় হাজার শহিদের বিরুদ্ধে কথা বলা। তিনি যদি মনে করেন, এ রকম মিথ্যাচারের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ আবার ফিরিয়ে আনবেন, তাহলে তিনি যেন তা ভুলে যান’।

Manual5 Ad Code

আরমান নামের অপর এক শিক্ষার্থী বলেন, ‘ঊর্মির মতো গণহত্যাকারী সব দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। তাদের মতো ফ্যাসিবাদের দোসর যতদিন বাংলায় থাকবে, ততদিন রাষ্ট্র সংস্কার সফল হবে না। তাকে দ্রুত চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে।’

Manual2 Ad Code

বিক্ষোভ মিছিল শেষে শহিদ আবরার ফাহাদসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সব শহিদদের জন্য ডুয়েট কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code