প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছবি তোলা নিয়ে শাবি শিক্ষার্থীর ওপর হামলা : আহত ২

editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ণ
ছবি তোলা নিয়ে শাবি শিক্ষার্থীর ওপর হামলা : আহত ২

Manual5 Ad Code

শাবিপ্রবি সংবাদদাতা:
ছবি তোলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কয়েকজন শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে স্থানীয় কয়েকজন যুবক। এতে ২ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নয়াবাজার এলাকায় হামলার শিকার হন তারা।

Manual4 Ad Code

আহতরা হচ্ছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবায়েদ হাসান, ও মো. মাশরাফি। বাঁশের লাঠির আঘাতে মাশরাফি মাথায় ও কানে আঘাত পেয়েছেন। অন্যদিকে জোবায়েদ হাতে আঘাত পেয়েছেন। পরে দুজনকেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে নয়াবাজার পয়েন্টের পাশে ওয়াজ মাহফিল চলছিল। এ উপলক্ষ্যে পাশের সড়কে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকানপাট বসেছিল। সেখানে ছবি তোলা নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে মাশরাফি ও জোবায়েদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন মিলে ওই দুই শিক্ষার্থীর ওপর বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায়। এ সময় এক শিক্ষার্থীর মুঠোফোন ভেঙে দেওয়া হয়। পরবর্তী সময়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ।

Manual3 Ad Code

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. মোখলেসুর রহমান বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মামলার ব্যাপারে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code