প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাকসু নির্বাচন ঘিরে ২ হাজার পুলিশ ও ১৮ প্লাটুন র‌্যাব-বিজিবি মোতায়েন

editor
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ণ
রাকসু নির্বাচন ঘিরে ২ হাজার পুলিশ ও ১৮ প্লাটুন র‌্যাব-বিজিবি মোতায়েন

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবারের এই ভোট ঘিরে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে ২ হাজার পুলিশ এবং ১৮ প্লাটুন র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব নিশ্চিত করেছেন, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন এবং তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আশা প্রকাশ করেছেন যে, সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের ২০০ গজের মধ্যে তিন দিনের জন্য মিছিল, সভা-সমাবেশ ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

Manual3 Ad Code

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা উল্লেখযোগ্য নির্দেশনার মধ্যে রয়েছে: নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের স্টিকার-সংবলিত যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন ক্যাম্পাসে ঢুকতে পারবে না। নির্বাচনের দিন সব ধরনের মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং একাডেমিক ভবন এলাকায় ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকবে। পাস ব্যবহার করে গণমাধ্যমকর্মীরা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন।

এদিকে, নির্বাচন ঘিরে শিবিরের বিরুদ্ধে প্রজেকশন সভায় খাবার বিতরণের অভিযোগ এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রদলের প্যানেল। এই অভিযোগের ভিত্তিতে বেগম খালেদা জিয়া হলে শিবিরের প্যানেলের প্রজেকশন সভায় খাবার বিতরণে বাধা দেয় কমিশন।

Manual1 Ad Code

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় প্রায় ৪০০ প্যাকেট টেস্টি ট্রিটের নাশতা ফেরত পাঠানো হয়।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code