প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৫, ৯:২২ পূর্বাহ্ণ
গুলিবিদ্ধ অবস্থায় হলিউড অভিনেত্রী পামেলা বাখের মরদেহ উদ্ধার

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’, ‘নাইট রাইডার’ অভিনেত্রী পামেলা বাখ মারা গেছেন। বুধবার (৫ মার্চ) হলিউড হিলের বাসভবন থেকে ৬২ বছর বয়সী অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় চিকিৎসকের বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজের বন্দুকের গুলিতেই মারা গেছেন তিনি। পামেলা বাখ হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
টিভি সিরিজ ‘নাইট রাইডার’-এর সেটে হ্যাসেলহফ আর পামেলার প্রথম আলাপ। তারা এই সিরিজে প্রথম পর্দা ভাগ করেছিলেন। অভিনয় সূত্রেই একে অপরের প্রেমে পড়েন। ১৯৮৯ সালে বিয়ে করেন তারা। ২০০৬ সালে দীর্ঘ দাম্পত্যের ইতি টানেন যুগল।

পামেলা বাখ। ছবি: সংগৃহীত
বিবাহবিচ্ছেদের আগে পামেলা ছোট পর্দার আরও একটি সিরিজ ‘বেওয়াচ’-এ ডেভিডের সঙ্গে অভিনয় করেছিলেন। সাবেক স্ত্রীর আত্মহত্যার খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন ডেভিড। সমাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পামেলার মৃত্যুতে আমি ও আমার পরিবার গভীর শোকাহত। এখনো বিষয়টি মেনে নিতে পারছি না। অনুরাগীদের উদ্দেশে তাই আন্তরিক অনুরোধ, আমাদের পাশে থাকুন। অযথা কৌতূহলী হয়ে আমাদের ব্যক্তিগত জীবন আরও বিপর্যস্ত করে তুলবেন না।’
ডেভিড ও পামেলার দুই কন্যাসন্তান। বাবার মতো এক কন্যা হেইলি অ্যাম্বার হ্যাসেলহফও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় মাকে শ্রদ্ধা জানিয়েছেন। মা-বাবার পুরোনো ছবি শেয়ার করেছেন তিনি।
হলিউড অভিনেত্রী পামেলা বাখ ও তার প্রাক্তন স্বামী হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফ। ছবি: সংগৃহীত
১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। ১৯৭০ সালে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, ‘সোপ অপেরা দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’ এবং ‘ভাইপার’।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com
Copyright © 2025 Agami Projonmo - আগামী প্রজন্ম. All rights reserved.