বিনোদন ডেস্ক:
ক্যাটরিনা কাইফ— যার সৌন্দর্যে ঘায়েল বলিউড। রূপের সঙ্গে নায়িকার নাচ, সেটা ‘চিকনি চামেলি’ হোক বা, ‘শিলা কি জওয়ানি’ কিংবা ‘কালা চশমা’— বছরের পর বছর মানুষ মনে রেখেছেন।
নায়িকাদের বায়নাও কম নয়। তাদের সময়ানুবর্তিতা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। এবার যেমন ‘কালা চশমা’ গানের শুটিং প্রসঙ্গে ক্যাটরিনার পোশাক পরিবর্তনের গল্প শোনালেন কোরিয়োগ্রাফার বস্কো মার্টিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোরিয়োগ্রাফার বলেন, “খুবই মজার ঘটনা। এই গানের শুটিং যখন শুরু হল তখন ক্যটরিনার পরনে ছিল লাল লেহেঙ্গা। প্রথমদিনে ওই লেহঙ্গা পরেই শুটিং হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিনে বদলে গেল পোশাক। আমাদের ৫ ঘণ্টা বসে থাকতে হয়েছিল ক্যাটরিনার অপেক্ষায়। কারণ নায়িকা মণীশ মলহোত্রর বিশেষ শাড়িটি পরছিলেন।”
বস্কো জানিয়েছেন, ‘কালা চশমা’ গানের জন্য তারা এমন নাচ তৈরি করেছিলেন যেখানে প্রচুর পায়ের কাজ ছিল। সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে নাচবেন ক্যাটরিনা। নৃত্যশিল্পী স্বীকার করেছেন প্রথম দিন লেহেঙ্গা পরে নাচের শুটিং করলেও পরের দিন ক্যাটেরিনা এক বিশেষ ধরনের শাড়ি পরেন, আর তাতেই নাচের ভঙ্গিগুলি আরও ভালোভাবে ফুটে ওঠে।
বস্কো বলেন, “ওই পোশাকটি সত্যিই উজ্জ্বল ছিল। নাচের ভঙ্গিগুলি স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাছাড়া, ভারতীয় শাড়িকে এক নতুন আঙ্গিকে পরানো হয়েছিল।”
নৃত্যশিল্পী দাবি করেন, শেষ পর্যন্ত তার মনে হয়েছিল ৫ ঘণ্টার অপেক্ষা সার্থক হয়েছে। তার কথায়, “সবকিছু এমন অসাধারণ হলে একটু সবুর তো করতেই হয়। তারপর দেখা যায় ক্যাটরিনা কাইফের ম্যাজিক, সঙ্গে সিদ্ধার্থ।”
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com