বিনোদন ডেস্ক:
স্বামীর সঙ্গে ছুটি কাটাতে গিয়ে এক প্রেমে ভরা মুহূর্তে ধরা দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া; যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ইনস্টাগ্রামে তাদের সেই আদুরে মুহূর্ত প্রকাশ করেছেন অভিনেত্রীর স্বামী নিক জোনাস; যা মন ছুঁয়েছে ভক্তদের।
ভিডিওতে দেখা যায়, সমুদ্রতটে একা দাঁড়িয়ে রয়েছেন নিক। হঠাৎ করেই কালো সুইমস্যুটে দৌড়ে এসে তার কোলে ঝাঁপিয়ে পড়েন প্রিয়াঙ্কা। এরপর জড়িয়ে ধরেন একে অপরকে; আদরে ভরা একটি চুম্বন দিয়ে ভালোবাসার প্রকাশ করেন। সেই মুহূর্তের ভিডিওর ক্যাপশনে নিক উল্লেখ করেন, ‘উইথ হার’ অর্থাৎ ‘তার সঙ্গে’।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের পক্ষ থেকেও আসে নানা মন্তব্য-প্রতিক্রিয়ার বন্যা। কেউ লিখেছেন, ‘দুজনকে অসম্ভব মিষ্টি লাগছে!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘এই তো দেশি গার্ল ম্যাজিক’! অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ নিজেও ভালোবাসায় ভরা কমেন্ট করে লিখেছেন, ‘একেবারে মন ছুঁয়ে গেল!’
বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেছে ‘হেড অফ স্টেটস’ সিনেমায়। এছাড়াও অভিনেত্রীর সামনে রয়েছে দক্ষিণী পরিচালক এস. এস. রাজামৌলির একটি ভারতীয় প্রজেক্ট, যেখানে তিনি অভিনয় করবেন সুপারস্টার মহেশ বাবুর বিপরীতে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com